সংবাদ প্রতিদিন বিডি

সংবাদ প্রতিদিন বিডি

আরও ২৬ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি

1 min read

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আরও ২৬ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি দেয়া হয়েছে। ২৯ জন আমদানিকারককে ভারত থেকে আলু আনতে এ অনুমতি দেয়া হয়।

সোমবার (৬ নভেম্বর) সকালে সোনামসজিদ স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা সমির ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ স্থলবন্দর দিয়ে রবিবার (৫ নভেম্বর) পর্যন্ত মোট ৫০ জন আমদানিকারক ৪১ হাজার ৮০০ মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। এরইমধ্যে কয়েকজন আমদানিকারক ভারত থেকে আলু আনতে শুরু করেছেন। এর আগে প্রথম দফায় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ২১ জন আমদানিকারক ১৫ হাজার ৮০০ মেট্রিক টন আলু আমদানির অনুমতি পায়। এখন আরও ২৯ আমদানিকারককে এ অনুমতি দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার এ স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো আলু আমদানি শুরু হয়। রবিবার (৫ নভেম্বর) পর্যন্ত ৩৩ ট্রাকে মোট ৯০০ মেট্রিক টন ভারতীয় আলু আমদানি হয়েছে এ স্থলবন্দর দিয়ে। রবিবার সারা দিনে ১২টি ভারতীয় ট্রাকে ৩৩৩ মেট্রিক এবং শনিবার ১৯টি ভারতীয় ট্রাকে মোট ৫১৮ মেট্রিক টন আলু আমদানি হয়। দেশে প্রথমবারের মতো গত বৃহস্পতিবার দুটি ট্রাকে আসে ৫২ মেট্রিক টন আলু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *