আগামী দিনে জীবনযাত্রার খরচ আরও বাড়বে : ড. আতিউর রহমান
1 min read
মধ্যপ্রাচ্যের বাজারে যে অস্থিরতা শুরু হয়েছে তার কারণে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়বে। বাড়বে পরিবহনের খরচ। পাশাপাশি বাড়বে সব ধরনের আমদানি করা পণ্যের দাম। ফলে আগে থেকেই সামষ্টিক অর্থনৈতিক চাপে থাকা বাংলাদেশেও জ্বালানি তেল ও জীবনযাপনের খরচ বাড়বে। ফলে আগামী কয়েক মাসে যারা পারিবারিক পরিকল্পনায় এই হিসাবটি মাথায় রাখবেন তারা বাকিদের চেয়ে কৌশলী উদ্যোগ নিতে সক্ষম হবেন বলে আমার বিশ্বাস।
আজ সোমবার (১৬ অক্টোবর) বাংলা একাডেমিতে আয়োজিত বিরুপক্ষ পাল রচিত সহজ কথায় অর্থনীতি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।