সংবাদ প্রতিদিন বিডি

সংবাদ প্রতিদিন বিডি

সংক্রমণ অব্যাহত থাকলে হাসপাতালে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

1 min read

করোনা সংক্রমণের হার এভাবে অব্যাহত থাকলে হাসপাতালে রোগীদের জায়গা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব কনভেনশন সেন্টারে করোনা ফিল্ড হাসপাতাল কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, “আমরা চাই রোগীর সংখ্যা যেন না বাড়ে, রোগীর সংখ্যা কমাতে হলে সংক্রমণের সংখ্যা কমাতে হবে। সংক্রমণ কমাতে হলে সরকার যে লকডাউন ঘোষণা করেছে, লকডাউন মেনে চলার জন্য প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন তা মেনে চলতে হবে।”

বহু জায়গায় সংক্রমণ বেড়ে চলেছে উল্লেখ করে তিনি বলেন, “এর ফলে হাসপাতালে চাপ বাড়ছে। যদি সংক্রমণ এভাবে চলতে থাকে তবে হাসপাতালে কোনও জায়গা থাকবে না।”

ঢাকার রাস্তাঘাটে প্রচুর লোক ঘোরাফেরা করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “এতে চলমান লকডাউন ক্ষতিগ্রস্ত হবে, সংক্রমণ প্রতিরোধে বেশি সময় লেগে যাবে।”

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “করোনা সংক্রমণ অব্যাহত থাকলে বিশ্বের অন্যান্য দেশের মতো দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে, যা আমরা চাই না। এজন্য স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।”

বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে উল্লেখ করে সবাইকে এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *