সংবাদ প্রতিদিন বিডি

সংবাদ প্রতিদিন বিডি

‘কঠোর লকডাউনে’ কঠোর প্রশাসন

1 min read

করোনার সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিনে অনেকটাই কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। রাজধানীর মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালাতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। আজ রবিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এ চিত্র দেখা গেছে।

রাজধানীর বাংলামটর এলাকায় দেখা যায়, সড়কের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে বেলা বাড়ার সাথে সাথে ব্যাক্তিগত গাড়ির চাপ কিছুটা বাড়তে দেখা যায়। এসময় রাস্তা পারাপারে সিগনালের উভয় পাশ্বেই বেশকিছু ব্যাক্তিগত গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর জেরা মুখে পড়তে হচ্ছে তাদের। উপযুক্ত তথ্য প্রমাণ দিতে পারলেই যেতে পারছেন নির্দিষ্ট গন্তব্যে। তা না হলে জরিমানার কবলে পড়তে হচ্ছে।

রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে সড়কে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসায় পুলিশ। সেখানে বিভিন্ন যান থামিয়ে চালক ও আরোহীদের জিজ্ঞাসাবাদ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা, স্বজনের অসুস্থতা বা মৃত্যুর মতো জরুরি কারণে বের হওয়ার কথা জানান তারা। ফলে তাদের যেতে দেয়া হয়। ব্যতিক্রম দু-একটি ঘটনায় উপযুক্ত জরুরি কারণ না পাওয়ায় জরিমানা করা হয় অনেককেই।

দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, লকডাউন কঠোরভাবেই পালিত হচ্ছে। ঠুনকো অজুহাত দেখিয়ে ঘরের বাইরে বের হওয়ার প্রবণতা কম দেখা যাচ্ছে। সরেজমিনে ফার্মগেট, গ্রিন রোড, এফডিসি মোড়, মগবাজার ও সাতরাস্তা এলাকা ঘুরে দেখা যায়, কড়াভাবেই পালিত হচ্ছে লকডাউন।

এর আগে অযথা ঘরের বাইরে বের হওয়ায় শনিবার ঢাকায় ৩৮৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এদিন ভ্রাম্যমাণ আদালত ১৩৭ জনকে মোট ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করেন। ট্রাফিক বিভাগ ৪৪১টি যানকে মোট ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *