সংবাদ প্রতিদিন বিডি

সংবাদ প্রতিদিন বিডি

ভারত থেকে আসছে ২০০ টন তরল অক্সিজেন

1 min read

ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করছে। পশ্চিমবঙ্গের টাটানগর থেকে বেনাপোল হয়ে এই কনটেইনারগুলো বাংলাদেশে পৌছাবে।

ভারতের তথ্য অধিদপ্তর শনিবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

আজ সকাল সাড়ে ৯টার দিকে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়। এই অক্সিজেন বাংলাদেশের চলমান কোভিড-১৯ মোকাবিলায় ভারতের অংশীদারদের সমর্থন করার জন্য দেশের হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে। এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভারত তার মহামারী পরিস্থিতি উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের মধ্যে নিকটতম অংশীদারদের সঙ্গে চিকিৎসা সরবরাহ ভাগ করে নেওয়ায় প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন সেবা শুরুর পর থেকে এই প্রথম প্রতিবেশী দেশে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। এ পর্যন্ত ভারতের অভ্যন্তরে এই ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *