সংবাদ প্রতিদিন বিডি

সংবাদ প্রতিদিন বিডি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন রেকর্ড

1 min read

করোনা মহামারির সময়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৫৫ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। দেশের ইতিহাসে এতো দ্রুত সময়ে ৫৫ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র কখনই বিক্রি সম্ভব হয়নি। সঞ্চয়পত্র বিক্রির ইতিহাসে এবার নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত ২০১৯-২০ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বরে ৩৪ হাজার ২১১ কোটি ৩৪ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ছয় মাসের সঞ্চয়পত্র বিক্রির ধারাবাহিকতা অব্যাহত থাকলে বছর শেষে সঞ্চপত্র বিক্রি এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। করোনাভাইরাস সংক্রমণের সময়ে সঞ্চয়পত্রের বিক্রি বৃদ্ধি পাওয়ার পেছনে দুটি কারণ ভাবছেন অর্থনীতির গবেষক আহসান মনসুর।

প্রথমত, করোনা মহামারির সময়ে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর প্রবাহ বেড়েছে। যার একটি অংশ দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করছেন। দ্বিতীয়ত, অন্য যে কোনও সঞ্চয় প্রকল্পের চেয়ে সঞ্চয়পত্রের সুদের হার যেহেতু বেশি, সবাই এখানেই বিনিয়োগ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *