সংবাদ প্রতিদিন বিডি

সংবাদ প্রতিদিন বিডি

স্মার্টফোনের হারানো নম্বর ফিরে পাবেন যেভাবে

1 min read

প্রযুক্তির সহজলভ্যতায় আমাদের দৈনন্দিন জীবনের অনেক পুরোনো অভ্যাস পরিবর্তন হয়েছে গেছে। একটা সময় ছিলো যখন আমরা অনেকগুলো মোবাইল নাম্বার মুখস্থ রাখতাম। আবার কেউ কেউ ডাইরিতে লিখেও রাখতাম। তবে স্মার্টফোনের আধুনিক প্রযুক্তি আসার ফলে এখন আর কেউ ফোন নম্বর মনে রাখা তো দূরের কথা, লিখে রাখার অভ্যাসটাও চলে গেছে বেশিরভাগ মানুষের। আর এতে করে কোনো কারণে মোবাইল ফোন নষ্ট হয়ে সেভ করা নম্বর হারিয়ে গেলে বেশ দুশ্চিন্তায় পড়ে যান অনেকে। 

তবে কিছু উপায় জানা থাকলেই সহজেই এসব হারিয়ে যাওয়া নম্বর ফিরে পাওয়া যায়। চলুন, জেনে নেওয়া যাক সে সম্পর্কে-

পদ্ধতি ১: গুগল কন্ট্যাক্ট অ্যাপের মাধ্যমে

১. অ্যান্ড্রয়েড ফোনে গুগল কন্ট্যাক্ট অ্যাপ চালু করুন। অ্যাপটি না থাকলে ইনস্টল করুন এবং নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে এতে ইন করুন। 
২ ডান পাশের নিচের কোনায় থাকা অর্গানাইজড চ্যাবে ট্যাপ করুন।
৩. এর ট্র্যাশ আইকনে ট্যাপ করুন।
৪. যে নম্বরগুলো ৩০ দিনের মধ্যে ডিলিট করেছেন সেগুলো দেখা যাবে। কবে এবং কোন ডিভাইস থেকে নম্বরগুলো ডিলিট করা হয়েছে তা নম্বরগুলোর পাশে দেখা যাবে। 
৫. নম্বরগুলোর ওপর চেপে ধরে রাখুন। তাহলে ওপরে ডান পাশের কোনায় একটি তিন ডট মেনু দেখা যাবে। মেনু থেকে রিকভার বাটনে ক্লিক করুন। 

এর মাধ্যমে ডিলিট করা নম্বরগুলো আবার কন্টাক্ট তালিকায় দেখা যাবে।

পদ্ধতি ২: আনডু ফিচার ব্যবহার করে

১. অ্যান্ড্রয়েড ফোনে গুগল কন্ট্যাক্ট অ্যাপ চালু করুন।
২. ডান পাশের ওপরের কোনায় প্রোফাইল আইকনে ট্যাপ করুন। 
৩. কন্ট্যাক্ট সেটিংসে ট্যাপ করুন।
৪. তালিকার নিচের দিকে থাক ‘আনডু চেঞ্জেস’ বাটনে ট্যাপ করুন।
৫ যদি আপনি একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, তাহলে কোন অ্যাকাউন্টে নম্বরটি রিস্টোর করবেন তা নির্বাচন করুন।
৬. রিস্টোর বা নম্বর ফিরিয়ে আনার সময়সীমা নিবারণ করুন।(১০ মিনিট, ১ ঘণ্টা, ১ সপ্তাহ, এভাবে ৩০ দিন পর্যন্ত নির্ধারণ করা যাবে)।
৭.এরপর কনফার্ম বাটনে ট্যাপ করুন।

পদ্ধতি ৩: ফোনের সেটিংস অ্যাপ ব্যবহার করে

এই পদ্ধতি ব্যবহার করার জন্য ইন্টারনেটের সংযোগ লাগবে।
১ ফোনের সেটিংস অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে স্ক্রল করুন এবং গুগল অ্যাপ নির্বাচন করুন।
৩. বাঁ পাশের ওপরে ‘অল সার্ভিসেস’ ট্যাবে ট্যাপ করুন।
৪. এরপর ‘ব্যাপআপ অ্যান্ড রিস্টোর’ বা সেটআপ অ্যান্ড রিস্টোর বাটনে ট্যাপ করুন।
৫. কোন নম্বরগুলো ফিরে পেতে চান তা নির্বাচন করুন।
৬. কোনো জায়গায় নম্বরগুলো রাখতে চান তা নির্বাচন করুন।

পদ্ধতি ৪: গুগল কন্ট্যাক্টের ওয়েব সংস্করণের মাধ্যমে

১. ব্রাউজার থেকে গুগল কন্ট্যাক্ট ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নিজের জিমেইল দিয়ে লগ ইন করুন। 
৩ সাইডবার থেকে ‘বিন’ বাটনে ক্লিক করুন।
৪. অ্যাকাউন্টের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন ও চেক মার্ক অপশনে টিক দিন।
৫. ডান পাশের ওপরের দিকে থাকা ‘রিকভার’ বাটনে ট্যাপ কুরুন।
এর মাধ্যমে মুছে ফেলা সব কন্ট্যাক্ট নম্বর ফোনে ফিরে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *