সংবাদ প্রতিদিন বিডি

সংবাদ প্রতিদিন বিডি

২৯৮ আসনের ফল ঘোষণা করলো ইসি

1 min read

নির্বাচন কমিশন দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৮টির বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। এসব আসনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ এবং বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে বিজয়ী হয়েছেন।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। নির্বাচন কমিশনের ভিডিও সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্য কমিশনার ও ইসির সচিব উপস্থিত ছিলেন।

সিইসি জানান, একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। এছাড়া একটি কেন্দ্রের নির্বাচন বাতিল হওয়ার কারণে ময়মনসিংহ-৩ আসনের ফলাফল স্থগিত করা হয়েছে। ওই কেন্দ্রে ভোটগ্রহণের পরে এই আসনের ফলাফল প্রকাশ করা হবে। আগামী ১৩ জানুয়ারি শনিবার ওই কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে সিইসি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *