সংবাদ প্রতিদিন বিডি

সংবাদ প্রতিদিন বিডি

আমাদের লক্ষ্য ২০৪১ সাল, এরমধ্যে দক্ষ জনশক্তি গড়ে তুলবো

1 min read

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুব সমাজের জন্য কাজের ব্যবস্থা করেছি। কম্পিউটার ও ডিজিটাল ডিভাইসের ব্যবস্থা করে দিয়েছি। আমরা বলেছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়বো। দিন বদলের সনদ দিয়েছিলাম। ১৫ বছরে বাংলাদেশ বদলে গেছে। অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা-স্বাস্থ্য সবদিকে উন্নয়ন হয়েছে। এ হলো বদলে যাওয়া বাংলাদেশ। আমাদের লক্ষ্য হলো ২০৪১ সাল। এরমধ্যে দক্ষ জনশক্তি গড়ে তুলবো।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে একশোটি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। সেখানে বিনিয়োগ হবে, দেশী-বিদেশি। কারণ আওয়ামী লীগ সরকার বিশ্বাস করে, তারুণের শক্তি, দেশের অগ্রগতি। এ তারুণ্যেই আমরা উপযুক্তভাবে তৈরি করতে চাই। দক্ষ জনশক্তি হিসেব গড়তে চাই।

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-4378733213683348&output=html&h=100&slotname=7659578492&adk=3511941253&adf=1510649434&pi=t.ma~as.7659578492&w=320&lmt=1703950869&format=320×100&url=https%3A%2F%2Fwww.amarsangbad.com%2Fnational%2Fnews%2F271627&ea=0&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTIwLjAuNjA5OS4xMzAiLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siTm90X0EgQnJhbmQiLCI4LjAuMC4wIl0sWyJDaHJvbWl1bSIsIjEyMC4wLjYwOTkuMTMwIl0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTIwLjAuNjA5OS4xMzAiXV0sMF0.&dt=1703950866464&bpp=12&bdt=3387&idt=1990&shv=r20231207&mjsv=m202312070101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Dc15dc4b061c97dd2%3AT%3D1703948552%3ART%3D1703950867%3AS%3DALNI_MYuomlHWloa6N0QE8Dv-mrG8IbJyA&gpic=UID%3D00000ccb58c7073f%3AT%3D1703948552%3ART%3D1703950867%3AS%3DALNI_Ma9wbDuyWStUUNSQeirMbzXLlZ0yw&prev_fmts=0x0%2C120x600%2C783x280%2C361x280&nras=1&correlator=2413622542010&frm=20&pv=1&ga_vid=550770028.1703948552&ga_sid=1703950867&ga_hid=708865778&ga_fc=1&ga_cid=731840879.1703948556&u_tz=360&u_his=3&u_h=864&u_w=1536&u_ah=824&u_aw=1536&u_cd=24&u_sd=1.25&dmc=4&adx=407&ady=1217&biw=1519&bih=703&scr_x=0&scr_y=0&eid=44759876%2C44759927%2C31079437%2C31079758%2C44798934%2C95320870%2C95320885%2C31078663%2C31078665%2C31078668%2C31078670&oid=2&pvsid=1544862131080164&tmod=57673979&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.amarsangbad.com%2F&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1536%2C0%2C1536%2C824%2C1536%2C703&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=0&bc=31&td=1&psd=W251bGwsbnVsbCxudWxsLDFd&nt=1&ifi=5&uci=a!5&btvi=2&fsb=1&dtd=3047

শেখ হাসিনা বলেন, পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি। সৈয়দ আবুল হোসেন যখন যোগাযোগ মন্ত্রী ছিলেন। তখন হঠাৎ বিশ্বব্যাংক একটা অভিযোগ নিয়ে আসল-পদ্মা সেতুর টাকায় দুর্নীতি হয়েছে। তখন পদ্মা সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। দক্ষিণাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এখানে কেউ দুর্নীতি করবে এটা কখনই বিশ্বাসযোগ্য ছিল না। মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছিল আমাদের। একটি ব্যাংকের এমডি পদ হারাতে চাচ্ছিল না। বয়স হয়েছে, তারপরও পদ হারাতে চাচ্ছিল না। বসে বসে সে ব্যক্তিই এ ষড়যন্ত্র করেছিল। তখন বিশ্বব্যাংক বললো দুর্নীতি হয়েছে। ঠিক তখনই আমি চ্যালেঞ্জ দিলাম, এখানে কোন দুর্নীতি হয়নি।

প্রধানমন্ত্রী বলেন, এ দুর্নীতির অভিযোগে কানাডার আদালতে মামলা হয়েছিল। সেই আদালতে পরিষ্কার করে বলে দিয়েছিল- পদ্মা সেতু নির্মাণে কোনো দুর্নীতি হয়নি। আমি ঘোষণা দিয়েছিলাম, এ সেতু করবো নিজের টাকায়। এ ঘোষণা দিয়ে বেশি লোকের সমর্থন পাইনি। তখন জিদ ধরে বসেছিলাম, নিজের টাকায় পদ্মা সেতু করবো। আল্লাহর রহমতে নিজের টাকায় পদ্মা সেতু করেছি। পদ্মা সেতুর সুফলে দক্ষিণাঞ্চলের মানুষ খুব অল্পসময়ে রাজধানী ঢাকায় যাতায়াত করতে পারে।

শেখ হাসিনা বলেন, নৌকা মার্কা আছে বলেই এ উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগের উন্নয়ন প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ও জেলা এমনকি তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, মানুষের যা যা প্রয়োজন সবই হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন।

কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মাদারীপুর-২ আসনের নৌকা প্রার্থী শাজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ মাদারীপুর-১ আসনের নৌকার প্রার্থী নূর-ই আলম চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রতিদিন বিডি / কামাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *