সংবাদ প্রতিদিন বিডি

সংবাদ প্রতিদিন বিডি

রিজার্ভে যুক্ত হলো ৬৮ কোটি ৯৮ লাখ ডলার

1 min read

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যুক্ত হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ৯৮ লাখ ডলার।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) আইএমএফ’র প্রধান কার্যালয় ওয়াশিংটনে ডিসিতে পর্ষদ সভা ৬৮ কোটি ৯৮ লাখ ডলার দ্বিতীয় কিস্তির এ ঋণ অনুমোদন করে। পরের দিন মো. মেজবাউল হক জানান, অনুমোদিত ঋণ শুক্রবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে জমা হবে। আজ সে অর্থ যোগ হলো।

আইএমএফ’র ঋণের কিস্তি যোগ হওয়ার মধ্য দিয়ে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়ালো এক হাজার ৯৮৫ কোটি ৮৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার (বিএসপিএম৬)। বা ১৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নিট রিজার্ভের পরিমাণ ছিল এক হাজার ৯১৬ কোটি ৯০ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

একই সময়ে দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়ালো দুই হাজার ৪৬২ কোটি বিলিয়ন ডলার (রিজার্ভে অর্থ থেকে গঠিত তহবিলসহ) । আইএমএফের ঋণ যুক্ত হওয়ায় রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৩১ কোটি ৭১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

আইএমএফ চলতি বছরের জানুয়ারিতে মোট ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। অর্থনীতির সংকট মোকাবিলায় এ ঋণ দেওয়া হয়। ঋণ অনুমোদনের পরপরই প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার ছাড় করে সংস্থাটি। আগামী ২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে সাত কিস্তিতে পুরো অর্থ দেওয়ার কথা রয়েছে। ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের জন্য গত জুন ভিত্তিক বিভিন্ন সূচকে শর্ত পালনের অগ্রগতি দেখতে গত ৪ অক্টোবর আইএমএফের একটি মিশন ঢাকায় আসে। মিশনের নেতৃত্ব দেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দ। অবশেষে সেই ঋণ যোগ হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *