সংবাদ প্রতিদিন বিডি

সংবাদ প্রতিদিন বিডি

নৌকার পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে: ফেনীতে আলাউদ্দিন নাসিম

1 min read

ফেনী প্রতিনিধি: দেশব্যাপী অবরোধের নামে বিএনপি জামায়াতের অগ্নি  সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীর ছাগলনাইয়ায় শান্তি উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ এখন বৃহৎ দল। অনেকেই মননোয়ন চাইবে। কোন অসুবিধা নেই। কিন্তু নৌকা মার্কার পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। আমি এখনো বলিনাই, মননোয়ন পেয়ে গেছি কিংবা মনোনয়ন পেয়ে যাবো এমন কথা কোথাও বলি নাই। আমি বলেছি, আপনারা যদি পারমিশন দেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার কাছে ফেনী ১ আসনের জন্য মনোনয়ন চাইবো। বুধবার (১৫ নভেম্বর) উপজেলার শহীদ শেখ কামাল চত্তরে আয়োজিত সমাবেশে ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী ২ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা যদি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাইকে  ফেনী ১ আসনের জন্য নৌকা প্রতিক দিয়ে পাঠায়, আপনাদের নিকট অনুরোধ সকলে মিলে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আপনারা যদি নৌকা প্রতিকে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাইকে এমপি নির্বাচিত করেন, তাহলে আমি এবং সোহেল চৌধুরী এই উপজেলার সকল উন্নয়নের দায়িত্ব নিব।

বিশেষ অতিথির বক্তব্যে ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেছেন, একসময় ফেনীকে বিএনপি জামায়াতের ঘাটি বলা হত। আজকে ফেনী জেলা আওয়ামীলীগের ঘাটিতে রুপান্তরিত হয়েছে।  এবার ফেনী ১ আসনে নৌকার বিজয়ের নিশান উড়বে। নিজাম উদ্দিন হাজারী এমপির নেতৃত্বে ফেনীর ৩ টি আসন নৌকা প্রতিকে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিব।  আমি ফেনী ১ আসনে আওয়ামীলীগের একজন মনোনয়ন প্রত্যাশী। তবে জননেত্রী শেখ হাসিনা আমোকে মনোনয়ন না দিয়ে যদি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাইকে মনোনয়ন দেন, তাহলে ছাগলনাইয়া উপজেলা নৌকা প্রতিকের বিজয়ের দায়িত্ব আমি নিলাম। আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন। উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ জাহারানা আরজু, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ বুলবুল, ছাগলনাইয়া পৌর সভার মেয়র মোহাম্মদ মোস্তফা, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই ভূঁইয়া, পাঠাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এয়ার আহমেদ ভূঁইয়া, মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহ জাহান মিনু, ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মজনু, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক আলমগীর ভূঁইয়া রনি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল বাকি শিমুল, সাংগঠনিক সম্পাদক মুন্সি তাজুল ইসলাম মামুন, নুরুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী মোর্শেদ আলম, সাধারণ সম্পাদক মীর্জা ঈমাম হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *