সংবাদ প্রতিদিন বিডি

সংবাদ প্রতিদিন বিডি

স্মার্ট বাংলাদেশ গড়তে দুর্নীতিকে ছাড় নয় : হাইকোর্ট

1 min read

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়তে দুর্নীতিকে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন।

এ সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক উপস্থিত ছিলেন।

আদালত প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছে। আমরাও স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। তবে সেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

আদালত আরও বলেন, যেখানেই দুর্নীতির গন্ধ পাব সেখানেই পদক্ষেপ নেব। দুর্নীতিবাজদের ছাড় নেই। আদালত দুর্নীতির বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে আদেশ দেবেন।এ বিষয়ে আইনজীবী খুরশীদ আলম খান সংবাদমাধ্যমকে জানান, ৫৮২ কোটি টাকার সার আত্মসাতের বিষয়ে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) আগামী ২০ জানুয়ারির মধ্যে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রতিশ্রুতি দিয়েছেন। তার প্রতিশ্রুতি অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গঠনে দেশকে শতভাগ দুর্নীতিমুক্ত করতে হাইকোর্ট বদ্ধপরিকর। কোনো দুর্নীতিকে আর ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, সার আত্মসাতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি দুদককে এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *