সংবাদ প্রতিদিন বিডি

সংবাদ প্রতিদিন বিডি

গ্যাস-বিদ্যুতের বকেয়া বিল না দিলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

1 min read

বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের গ্যাস-বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ না করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশ দেন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রধানমন্ত্রীর নির্দেশনা সাংবাদিদের সামনে তুলে ধরেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, অনেক সরকারি ও বেসরকারি অফিস বহুদিন ধরে গ্যাস-বিদ্যুতের বকেয়া বিল দিচ্ছে না। প্রধানমন্ত্রী এসব বকেয়া বিল পরিশোধের নির্দেশ দিয়েছেন। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বর্তমানে সরকারি হিসাবে বিদ্যুতের বকেয়া বিল ৯ হাজার কোটি টাকা এবং গ্যাসের বকেয়া ৬ হাজার ৩৬৫ কোটি টাকা বলেও জানান মন্ত্রী।

এদিন কৃষি বাদে গ্যাস-বিদ্যুৎসহ সরকারের যেকোনো সংস্থা বা খাতের ভর্তুকি থেকে সরে আসতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় ৮ হাজার ৮০৪ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে মোট ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *