সংবাদ প্রতিদিন বিডি

সংবাদ প্রতিদিন বিডি

মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত

1 min read

করোনাভাইরাসের ঊর্ধ্বগতি রোধে সরকারঘোষিত চলমান কঠোর বিধিনিষেধের কারণে ষষ্ঠ থেকে নবম শ্রেণি এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৩ জুলাই জারি করা বিধিনিষেধ সংক্রান্ত পরিপত্রের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণি এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সপ্তাহভিত্তিক চলমান অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক সংবাদ সম্মেলনে এই অ্যাসাইনমেন্ট চালুর ঘোষণা দেন।

এর আগে কঠোর বিধিনিষেধের কারণে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়। শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *