সংবাদ প্রতিদিন বিডি

সংবাদ প্রতিদিন বিডি

এ বছর বিশ্বের সবচেয়ে বড় ১০ অর্থনীতির দেশ যেগুলো

1 min read

২০২৩ সালে জিডিপির (মোট দেশজ উৎপাদন) ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি যুক্তরাষ্ট্র। 

বৈশ্বিক অর্থনীতি তথা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারে এখনো যুক্তরাষ্ট্র অন্য সব দেশের তুলনায় এগিয়ে। বিশ্বের বৃহত্তম এই অর্থনীতি এমনকি দ্বিতীয় স্থানে থাকা চীনের চেয়েও দেড় গুণেরও বড়। ফোর্বস ইন্ডিয়া ডটকমের সদ্য প্রকাশিত ‘বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতি ২০২৪’ শীর্ষক তালিকায় যুক্তরাষ্ট্র ও চীনের পরে রয়েছে যথাক্রমে জার্মানি, জাপান ও ভারত।

যুক্তরাষ্ট্র যুগ যুগ ধরে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে তার স্থান পাকাপাকি করে রেখেছে। আরও সুনির্দিষ্টভাবে বলা যায়, যুক্তরাষ্ট্র সেই ১৯৬০ সাল থেকেই বিশ্বের বৃহত্তম অর্থনীতির মুকুট পরে আছে। গত ৬৪ বছরে শীর্ষ ১০–২০ অর্থনীতির তালিকায় বিভিন্ন দেশের উত্থান–পতন ঘটলেও যুক্তরাষ্ট্রের অবস্থানে কোনো হেরফের ঘটেনি।

ফোর্বসের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটির জিডিপির ২৭ হাজার ৯৭৪ বিলিয়ন বা ২৭ লাখ ৯৭ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে থাকা চীনের জিডিপির আকার হলো ১৮ হাজার ৫৬৬ বিলিয়ন বা ১৮ লাখ ৫৬ হাজার ৬০০ কোটি ডলার।

বিশ্বের অন্য বৃহৎ অর্থনীতিগুলো অবশ্য যুক্তরাষ্ট্র ও চীনের চেয়ে যোজন যোজন পিছিয়ে রয়েছে। যেমন ফোর্বসের তালিকায় তৃতীয় স্থান পাওয়া জার্মানির জিডিপির আবার ৪ হাজার ৭৩০ বিলিয়ন বা ৪ লাখ ৭৩ হাজার কোটি ডলার। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে জাপান ও ভারত। এর মধ্যে জাপানের জিডিপি ৪ হাজার ২৯১ বিলিয়ন ও ভারতের জিডিপি ৪ হাজার ১১২ বিলিয়ন ডলার।

ফোর্বসের তালিকা অনুযায়ী ষষ্ঠ থেকে দশম স্থানে থাকা দেশগুলোর জিডিপির আকার এ রকম: যুক্তরাজ্য ৩ হাজার ৫৯২ বিলিয়ন, ফ্রান্স ৩ হাজার ১৮২ বিলিয়ন, ইতালি ২ হাজার ২৮০ বিলিয়ন, ব্রাজিল ২ হাজার ২৭২ বিলিয়ন ও কানাডা ২ হাজার ২৪২ বিলিয়ন ডলার।

১১তম থেকে ২০ স্থানে রয়েছে মেক্সিকো (১,৯৯২ বিলিয়ন ডলার), রাশিয়া (১,৯২৪ বিলিয়ন ডলার), দক্ষিণ কোরিয়া (১,৭৮৪ বিলিয়ন ডলার), অস্ট্রেলিয়া (১,৬৯৬ বিলিয়ন ডলার), স্পেন (১,৬৮৫ বিলিয়ন ডলার), ইন্দোনেশিয়া (১,৫৪১ বিলিয়ন ডলার), তুরস্ক (১,৩৪০ বিলিয়ন ডলার), নেদারল্যান্ডস (১,১৬৭ বিলিয়ন ডলার, সৌদি আরব (১,১১২ বিলিয়ন ডলার) ও সুইজারল্যান্ড (৯৭৭.৯৫ বিলিয়ন ডলার)।

এবার বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির দেশগুলোয় জনগণের মাথাপিছু জিডিপিও দেখে নেওয়া যাক। যুক্তরাষ্ট্র ৮৩ হাজার ৬০ ডলার, চীন ১৩ হাজার ১৬০ ডলার, জার্মানি ৫৬ হাজার ৪০ ডলার, জাপান ৩৪ হাজার ৫৫০ ডলার, ভারত ২ হাজার ৮৫০ ডলার, যুক্তরাজ্য ৫২ হাজার ৪৩০ ডলার, ফ্রান্স ৪৮ হাজার ২২০ ডলার, ইতালি ৩৮ হাজার ৯৩০ ডলার, ব্রাজিল ১১ হাজার ৩০ ডলার, কানাডা ৫৫ হাজার ৫৩০ ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *