সংবাদ প্রতিদিন বিডি

সংবাদ প্রতিদিন বিডি

আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ৬৯ এমপি

1 min read

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৯৮ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর মধ্যে বর্তমান ৬৯ জন সংসদ সদস্য এবার আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়েছেন।

২৬ নভেম্বর, রবিবার বিকেল সোয়া ৪টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেননি তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ পড়েছেন একাধিক আলোচিত সংসদ সদস্য।

বাদ পড়াদের মধ্যে রয়েছেন মাগুরা-১ আসনে সাইফুজ্জামান শেখর, ঢাকা-১৩ আসনের এমপি সাদেক খান, জামালপুর-৪ আসনের ডা. মুরাদ হাসান, বরিশাল-৪ আসনের পঙ্কজ দেবনাথ, ফরিদপুর-৩ আসনের খন্দকার মোশাররফ হোসেন, কিশোরগঞ্জ-২ আসনের সাবেক আইজিপি নূর মোহাম্মদ, সিরাজগঞ্জ-২ আসনের হাবিবে মিল্লাত।

আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়েছেন বর্তমান সরকারের তিনজন প্রতিমন্ত্রী। তারা হলেন- শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ পড়েছেন চট্টগ্রাম-১ আসনের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনবর্তমান এমপি, রংপুর- ৫ আসনের এইচ এন আশিকুর রহমান, বাগেরহাট-৪ আসনের অ্যাডভোকেট আমিরুল আলম মিলন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *