সংবাদ প্রতিদিন বিডি

সংবাদ প্রতিদিন বিডি

জেনে নিন হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার সঠিক উপায়

1 min read

ইউটিউবের মতো হোয়াটসঅ্যাপেও চ্যানেল খোলার পদ্ধতি চালু হয়েছে। হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন এই ফিচার। এখন থেকে ব্যবহারকারীরা চ্যানেল খুলে হোয়াটসঅ্যাপ থেকেই ফলো করতে পারবেন সেলেব্রিটি, ক্রিকেটার, ফুটবলার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে।

বাংলাদেশসহ ১৫০টি দেশে কিছুদিন আগেই চালু হয়েছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার। হোয়াটসঅ্যাপ চ্যানেল নামে নতুন ফিচার সারা জাগিয়েছে। হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট থাকলে সুবিধাটি খুব সহজেই ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজার প্রোফাইল পিকচার ও ফোন নম্বর সুরক্ষিত থাকবে। চ্যানেলের অ্যাডমিন বা অন্য ফলোয়াররা দেখতে পাবে না।ব্যবহারকারী কোন চ্যানেলসকে ফলো করছে তা সম্পূর্ণ ব্যক্তিগত থাকবে। সেই সঙ্গে উক্ত চ্যানেলসের ৩০ দিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে সেভ থাকবে। চ্যানেলসের পোস্টগুলোতে ইমোজি দিয়ে রিয়্যাক্ট করতে পারবেন। কতগুলো রিয়াকশন পড়েছে সেই সংখ্যাও দেখা যাবে। ব্যবহারকারী তার পছন্দের চ্যানেলস হোয়াটসঅ্যাপের বন্ধুদেরও শেয়ার করতে পারেন। ওই চ্যানেলসকে যদি কেউ আনফলো করতে চায় তার জন্য মিউট বা আনসাবস্ক্রাইব বাটনে ট্যাপ করতে হবে। আপনি নিজেও নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে একটি চ্যানেল তৈরি করতে পারবেন।

অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার নিয়ম
১. অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২. আপডেট ট্যাবে যান
৩. প্লাস (+) আইকোন এ ট্যাপ করুন ও ‘নিউ চ্যানেল’ অপশনটি নির্বাচন করুন।
৪. ‘গেট স্টার্টেড’ এ ট্যাপ করুন ও স্ক্রিনের নির্দেশনাগুলি অনুসরণ করুন।
৫. পছন্দ অনুযায়ী নাম দিয়ে চ্যানেলটি তৈরি করুন। প্রয়োজনে চ্যানেলের নাম পরেও পরিবর্তন করা যাবে।
৬. আইকন ও ডিসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে। তবে পরেও এই কাজটি করা যাবে।
৭. সবশেষে ‘ক্রিয়েট চ্যানেল’ ট্যাপ করলে নতুন চ্যানেল তৈরি হয়ে যাবে।

আইফোনে যেভাবে খুলবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল
১. আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২. আপডেট ট্যাবে যান
৩. ‘ক্রিয়েট চ্যানেলে’ অপশনে ট্যাপ করুন
৪. ‘গেট স্টার্টেড’ এ ট্যাপ করুন ও চ্যানেল তৈরির জন্য স্ক্রিনের নির্দেশনাগুলি অনুসরণ করুন।
৫. যেকোন নাম দিয়ে চ্যানেল তৈরির প্রক্রিয়া শেষ করুন। চ্যানেলের নাম পরেও পরিবর্তন করা যাবে।
৬. আইকন ও ডিসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে। তবে পরেও এই কাজটি করা যাবে।

ওয়েব বা ডেস্কটপে যেভাবে খুলবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল
১. হোয়াটসঅ্যাপ ওয়েব খুলুন ও চ্যানেল আইকনে ক্লিক করে চ্যানেল সেকশন যান।
২. ‘ক্রিয়েট চ্যানেলে’ অপশনে ক্লিক করুন
৩. ‘কনটিনিউ’ বাটনে ক্লিক করুন ও স্ক্রিনের নির্দেশনাগুলি অনুসরণ করুন।
৪. পছন্দ অনুযায়ী নাম দিয়ে চ্যানেলটি তৈরি করুন। প্রয়োজনে চ্যানেলের নাম পরেও পরিবর্তন করতে পারবেন।
৫. চ্যানেলের আইকন ও ডেসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে। তবে পরেও এই কাজটি করা যাবে।

চ্যানেলের লিংক শেয়ার যেভাবে
নতুন চ্যানেল খোলার পর সহজে সাবস্ক্রাইবার যোগ করতে চ্যানেলের লিংক শেয়ার করতে হবে। চ্যানেলের লিংক পেতে ও শেয়ার করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
১. হোয়াটসঅ্যাপের চ্যানেলে ট্যাপ করুন
২. চ্যানেলের নাম সিলেক্ট করুন
৩. এ পর্যায়ে চ্যানেলের নাম দেখা যাবে। লিংক কপি করুন ও চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে লিংকটি শেয়ার করুন।

বর্তমানে ভারতীয় ক্রিকেট দল, ক্যাটরিনা কাইফ, দিলজিৎ দোসাঞ্জ, অক্ষয় কুমার, বিজয় দেবেরকোন্ডা, নেহা কক্করসহ একাধিক তারকার হোয়াটসঅ্যাপ চ্যানেলস রয়েছে। জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রি এবং বিভিন্ন তারকা খ্যাতিসম্পন্ন ব্যক্তিরাও হোয়াটসঅ্যাপের এই আপডেটটি ব্যবহারে আগ্রহ দেখাচ্ছে।

সংবাদ বিডি/ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *