সংবাদ প্রতিদিন বিডি

সংবাদ প্রতিদিন বিডি

মোদির সফরে বাংলাদেশের লাভ বেশি: ইকোনমিক টাইমস

1 min read

মোদির সফরে বাংলাদেশের লাভ বেশি: ইকোনমিক টাইমস

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী সপ্তাহে বাংলাদেশ আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনাভাইরাস মহামারি শুরুর পর এটিই হবে তার প্রথম বিদেশ সফর।

এই সফরের মাধ্যমে প্রতিবেশী দুই গণতান্ত্রিক দেশের অবকাঠামো এবং অন্যান্য কানেক্টিভিটি উদ্যোগ আরও জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কানেক্টিভিটি এবং সংশ্লিষ্ট খাতে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে, যা দুই দেশের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

ভৌগোলিক গুরুত্ব

ভারতের ইন্দো-প্যাসিফিক বিনির্মাণে বাংলাদেশের অবস্থান একটি প্রজাপতির মতো। এই প্রজাপতির মূল দেহ হচ্ছে বাংলাদেশ, যার একপাশে রয়েছে রাশিয়া এবং মরিশাসের মতো বিশাল ভৌগোলিক অঞ্চল এবং অন্য পাশে জাপান এবং অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *