আদালতকে জানিয়ে বিদেশে যেতে হবে ড. মুহাম্মদ ইউনূসকে
1 min readনোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশ যেতে হলে আদালতকে জানাতে হবে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার ৬ মাসের সাজার বিরুদ্ধে আপিল শেষ না হওয়া পর্যন্ত শ্রম আপিল ট্রাইব্যুনালকে জানিয়ে ড. ইউনূসকে বিদেশ যেতে হবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গতকাল শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসের ৬ মাসের সাজা স্থগিতের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর।এই বিভাগের আরও খবর