মিছিল-স্লোগানে মুখরিত বিএনপির জনসমাবেশের চারপাশ
1 min readঅবিলম্বে সরকারের পদত্যাগ ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে আজ বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে বিএনপির জনসমাবেশ শুরু হয়েছে। তবে দুপুর ১টার মধ্যেই দলীয় কার্যালয়ের সামনের সড়ক নেতাকর্মীতে প্রায় পরিপূর্ণ হয়ে যায়। এখনো খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসমাবেশে যোগ দিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আশপাশের জেলাগুলো থেকেও হাজার হাজার নেতাকর্মী জনসমাবেশে উপস্থিত আছেন।
বিএনপিসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, জাসাস, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের একটি মিছিল জনসমাবেশে যোগ দিয়েছে।