সংবাদ প্রতিদিন বিডি

সংবাদ প্রতিদিন বিডি

আইন বহির্ভূতভাবে ডিভাইস চেক করলে ব্যবস্থার বিধান আছে: আইনমন্ত্রী

1 min read

আইন বহির্ভূতভাবে কেউ যদি কারও ডিভাইস চেক করে তিনি যদি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও হন তাঁর বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে নালিশ করা যাবে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যায়। 

পুলিশ নাগরিকের ডিভাইস চেক করা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন কিনা এবং ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেছেন। 

আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের আইসিটি ভবনে ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’ রহিতকরণ এবং প্রস্তাবিত ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ উপস্থাপন ও অবহিতকরণ বিষয়ে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের শুরুতে কিছু অপব্যবহার দেখতে পাই, যা আমি অকপটে স্বীকার করতে কখনই কুণ্ঠাবোধ করিনি। সে সময়ে এ আইনের অপব্যবহার রোধে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করি। ফলে এ আইনের অপব্যবহার অনেকটাই কমে। ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যাপক আকারে সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন করার প্রয়োজনীয়তা দেখা দেওয়ার কারণে সেটি রহিত করে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে।’

এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মানুষের মধ্যে মানসিক চাপ ও আতঙ্ক কাজ করত বলেও জানান তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *