আসল খেলা হবে ডিসেম্বরে : ওবায়দুল কাদের
1 min read
আগামী ডিসেম্বরে আসল খেলা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, ভোট জালিয়াতি ও ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে। দুর্নীতি, লুটপাট, নারী নির্যাতন, গুম-খুনের বিরুদ্ধে খেলা হবে। বিএনপির গুণ্ডা দিয়ে বেলা ১১টার আগেই ভোট শেষ করার বিরুদ্ধে খেলা হবে। তাদেরকে মোকাবিলা করা হবে।’
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়কের কথা ভুলে যান। উচ্চ আদালত বাদ দিয়েছে। বিশ্বের কোথা তত্ত্বাবধায়ক সরকার নেই। অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, আমাদের এখানেও সেভাবে সাংবিধানিকভাবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না।’
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা। ফখরুল সাহেবদের বিএনপির নেতা কে? কাপুরুষের মতো আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছে। কে সে? হাওয়া বদলের সেই যুবরাজ। খেলা হবে হাওয়া বদলের বিরুদ্ধে, সেই লুটপাটের বিরুদ্ধে।’
আওয়ামী লীগের এই দ্বিতীয় শীর্ষ নেতা বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার চেয়ে যোগ্য, সৎ ও ভালো মানুষ আর নেই। বাংলাদেশের মানুষ এবারও শেখ হাসিনাকে চায়। আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকেই বাংলার মানুষ নির্বাচিত করবে। এ দেশের জনগণ চেহারা দেখে ভোট দেয় না। বাংলার জনগণ কাজ ও উন্নয়ন দেখে ভোট দেয়।’
ওবায়দুল কাদের বলেন, এতদিন আমি সব সভা করেছি ভার্চুয়াল মাধ্যমে। আজই প্রথম আমি সশরীরে সম্মেলনে উপস্থিত হয়েছি। আমার উপস্থিতি সফল হয়েছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতা শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভীকে এক মঞ্চে পেয়ে। সামনে কঠিন দিন আসছে। আর এরাই নারায়ণগঞ্জের শক্তি।’
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কমিটি ঘিরে পদ-বাণিজ্যের কথা যেন না শুনি। ডেকে ডেকে পকেটের লোক বসাবেন তাও চলবে না। এবার তদন্ত করে খোঁজ-খবর নেব। পয়সা খেয়ে কমিটি করা লোকদের আমাদের প্রয়োজন নেই।