সংবাদ প্রতিদিন বিডি

সংবাদ প্রতিদিন বিডি

রমজানে ইয়েমেনে যুদ্ধ করবে না সৌদি জোট

1 min read

সিয়াম সাধনার মাস রমজানে হুতিদের সঙ্গে যুদ্ধ করবে না বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

যুদ্ধে বিরতি নিতে জাতিসংঘের আহ্বানের মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার রাতে জোটের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বুধবার সকাল থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে সৌদি জোট।

ইয়েমেনে ২০১৫ সাল থেকে ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন জোট। সাত বছর ধরে চলা এ যুদ্ধ বন্ধের পাশাপাশি ইয়েমেনে মারাত্মক মানবিক সংকট মোকাবিলায় জোট ও হুতিদের সঙ্গে কাজ করছে জাতিসংঘ।

সে প্রচেষ্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণাকে হাজার হাজার ইয়েমেনির প্রাণ ঝরানো যুদ্ধ বন্ধের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকিকে উদ্ধৃত করে সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ‘জোটের যৌথ বাহিনী কমান্ড ইয়েমেনে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে, যা কার্যকর ধরা হবে বুধবার সকাল ৬টা থেকে।’

এসপিএর খবরে আরও বলা হয়, ইয়েমেন সংকট নিরসন এবং সমন্বিত রাজনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যে এ ঘোষণা এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *