Templates by BIGtheme NET
Home / Slide Show / বিজিবিতে প্রথমবারের মতো ৯৭ নারী নিয়োগ পেতে যাচ্ছে

বিজিবিতে প্রথমবারের মতো ৯৭ নারী নিয়োগ পেতে যাচ্ছে

 • ০৫-০৬-২০১৬
 • 201yyবিজিবিতে প্রথমবারের মতো ৯৭ নারী নিয়োগ পেতে যাচ্ছে। আগামী ৫ জুন চট্টগ্রাম সাতকানিয়ায় পাসিং আউট শেষে তাদের নিয়োগ দেয়া হবে।

  বৃহস্পতিবার (২ জুন) দুপুরে বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

  তিনি বলেন, ‘যোগদানের পরপরই তাদের টেকনাফ ও বেনাপোলের মতো যেসব এলাকায় নারী পাচারকারীদের আনাগোনা সেখানে তাদের পোস্টিং দেয়া হবে।’ এছাড়াও বিজিবির গেটগুলোতেও নিরাপত্তার দায়িত্বে থাকবে নারীরা। আগামী জুলাই মাসে আরো ১০০ জন নারীকে প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান তিনি।

  বিগত বছরে বিজিবির সফলতা তুলে ধরে মহাপরিচালক বলেন, ‘২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের পর খেলাধুলা বিজিবির সদস্যদের একটু ছন্দপতন হয়েছিল। তবে এখন বিজিবি খুব ভালো খেলছে। এবছর মোট আটটি টুর্নামেন্টে অংশ নিয়ে পাঁচটিতে চ্যাম্পিয়ন ও তিনটিতে রানার্সআপ হয়েছে।’

  (Visited 17 times, 1 visits today)

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *

  *