সংবাদ বিজ্ঞপ্তিঃ প্রতি বছরের ন্যায় আগামী ১৪ ফেব্রয়ারি ২০১৯ইং বৃহঃবার দেশের অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, রাজনীতিক, অর্থনীতিবিদসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের সম্মানে বার্ষিক বনভোজনের আয়োজন করছি আমরা। রাজধানী ঢাকা উত্তর মহানগর উত্তরখান থানার মৈনারটেক এলাকার গ্রিন ভিউ রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টার Green View Resort and Convention Centre Ltd স্পটে বাংলাদেশ অনলাইন মিডিয়া এ্যাসোসিয়েশন (বোমা) এর উদ্যোগে এক বোমা বোমা ফ্যামিলি ডে ২০১৯ইং আয়োজন করা হচ্ছে।
৩য় বারের মতো বোমা’র পারিবারিক এই বনভোজনকে “আনন্দদায়ক মিলনমেলায়” রুপ দিতে “ফ্যামিলি ডে-২০১৯” উদযাপন কমিটিও সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বোমা’র সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত হয়ে ফ্যামেলি ডে- ২০১৯ইং অংশগ্রহনের জন্য সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন বোমা।’র সভাপতি জয়ন্ত আচার্যে।
তিনি জানান অনলাইন গণমাধ্যমের সকল পর্যায়ের সাংবাদিকের এক মিলন মেলায় পরিণত হতে যাচ্ছে এবারের বোমা ‘ফ্যামিলি ডে-২০১৯ইং । এবারের উপস্থিত থাকবেন সাবেক স্বরাষ্ট্র ও ডাক টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাড সাহারা খাতুন (এমপি), মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জনাব ইকবাল সোবহান চৌধুরী, গাজীপুর সিটির মেয়র ও বোমার সিনিয়র সহ সভাপতি অ্যাডঃ জাহাঙ্গীর আলম, দৈনিক মানব জমিনের প্রকাশক জনাব জাকারিয়া চৌধুরী, ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী জনাব আতিকুল ইসলাম, বিফেজেইউ মহাসচিব সাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জনাব ওমর ফারুক, বিশিষ্ট সাংবাদিক নাঈমুল ইসলাম খান, মোঃ সাহেদ, সম্পাদক, দৈনিক নতুন কাগজ এবং উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বেদু সহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বোমার সভাপতি জয়ন্ত আচার্যে।
নিবন্দ্বন ফিঃ বোমার উপদেষ্টা, সদস্য, পরিবারের সদস্য ও অতিথিবৃন্দ ১০০০/= ( এক হাজার টাকা)।
প্রয়োজনে ঃ *এ কে এম শরিফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ও ‘বোমা’ ফ্যামেলি ডে-২০১৯ উদযাপন কমিটির আহ্বায়ক, : ০১৭১১৪২৯২১৭।
*শাহাদাৎ জামান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘বোমা’ ফ্যামেলি ডে-২০১৯ উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক, : ০১৯১১৫২১৭৬৯।