ফেনী ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব ১৭) উদ্বোধন হয়েছে। শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে বুধবার দুপুরে জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় বালিগাঁওকে ৩ গোলে হারিয়ে শর্শদী ও পাঁচগাছিয়া ইউনিয়নকে ৫ গোলে হারিয়ে ফাজিলপুর ইউনিয়ন জয় লাভ করে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো: আবুল হাসেমের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নুরেরজামান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আবু সুফিয়ান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফাজিলপুর ইউপি চেয়ারম্যন মজিবুল হক রিপন, ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্লাহ বি.কম, বালিগাঁও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, শর্শদী চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া, সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম, পৌরসভার কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, পৌর কাউন্সিলর হারুন উর রশিদ মজুমদার প্রমুখ।
ফেনীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ।। songbadprotidinbd.com
(Visited 26 times, 1 visits today)