Templates by BIGtheme NET
শিরোনামঃ
Home / লাইফস্টাইল / প্রথম দর্শনে প্রেম নাকি বাসনা? ।। songbadprotidinbd.com

প্রথম দর্শনে প্রেম নাকি বাসনা? ।। songbadprotidinbd.com

 • ২৫-০৭-২০১৮
 • 1460102_10202498366571000_1717442909_nলাইফস্টাইল ডেস্কঃ  প্রথম দর্শন বা দেখাতেই প্রেম। এমন কথা আমরা অনেকের মুখেই শুনে থাকি। কিন্তু তা কি সম্ভব? প্রথম দর্শনে সত্যিই প্রেমে পড়া যায় কি না, তাই নিয়ে রীতিমতো গবেষণা করেছিল নেদারল্যান্ডস-এর গ্রোনিনজেন বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দল।

  ৩৯৬ জন ডাচ ও জার্মান ছাত্র-ছাত্রীর সঙ্গে কথা বলে গবেষকরা তাদের কিছু প্রশ্নের উত্তর দিতে বলেন। প্রশ্নগুলো ছিল তাদের সাম্প্রতিক সম্পর্ক অবস্থান নিয়ে। সেই সঙ্গে ছিল এমন কিছু ছবি যা তারা আগে দেখেননি।

  এই ছবিগুলো দেখিয়ে ছাত্র-ছাত্রীদের বলা হয় তাদের কেমন লাগছে। তারা কি কোনও আকর্ষণ অনুভব করছেন? সেটি কি প্রেম? প্যাশন? দায়বদ্ধ হওয়ার ইচ্ছে? নাকি একেবারেই শরীরিক বাসনা?

  শেষে তাদের বলা হয়, কোনো ছবি দেখে ‘প্রথম দর্শনে প্রেম’ এমন অনুভূতি হচ্ছে কি না? এর পরের ব্যবস্থা ছিল ছাত্র-ছাত্রীদের মধ্যে স্পিড ডেটিং। ২০ অথবা ৯০ মিনিট সময়ের মধ্যে জোড়ায় জোড়ায় তাদের একত্রে থাকতে দেয়া হয় এবং তার পরে জিজ্ঞেস করা হয়, তারা পরস্পরের প্রতি কতটা আকর্ষণ বোধ করেছে।

  এই জরিপ থেকে একটা কথাই উঠে এসেছে ‘প্রথম দর্শনে প্রেম’ব্যাপারটাই অসত্য। বরং একে ‘প্রথম দর্শনে বাসনা’বলে চালানো যেতে পারে।

  গবেষকরা জানিয়েছেন, ‘প্রথম দর্শনে প্রেম’ বলে যাকে ডাকা হচ্ছে তা থেকে প্রেমে পড়া সম্ভব নয়। তা কেবল শরীরিক আকর্ষণেই আবদ্ধ থাকে। তাই প্রেমে পড়তে হলে চাই কিছু সময়। যা থেকে জানা ও শোনা গড়ায় দায়বোধের মতো অনুভবে।

  (Visited 139 times, 1 visits today)

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *

  *