Templates by BIGtheme NET
শিরোনামঃ
Home / আইন ও অপরাধ / সিভিল সার্জন অফিসে দুদকের অভিযানে মিললো ঘুষের প্রমাণ ।। songbadprotidinbd.com

সিভিল সার্জন অফিসে দুদকের অভিযানে মিললো ঘুষের প্রমাণ ।। songbadprotidinbd.com

 • ১৮-০৭-২০১৮
 • image-38301-1531926586নিজস্ব প্রতিবেদকঃ ‘ঘুষ ছাড়া স্বাস্থ্য সনদ মেলে না’-এমন অভিযোগের ভিত্তিতে বুধবার ঢাকার সিভিল সার্জন অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এসময় অভিযোগের সত্যতাও মিলেছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।

  দুদকের হটলাইনে নম্বরে (১০৬) এমন অভিযোগ আসার পর রাজধানীর আজিমপুরে ঢাকার সিভিল সার্জন কার্যালয়ে অভিযান চালায় সংস্থাটির সহকারী পরিচালক মো. জাকারিয়া ও উপ-সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান।

  আকস্মিক এ অভিযানে সিভিল সার্জন অফিসের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। এসময় তারা ঘুষ গ্রহণের প্রাথমিক সত্যতা পান।

  অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, দীর্ঘ দিন যাবৎ এ দুর্নীতি চলছে। গৃহীত জবানবন্দি ও তথ্য-প্রমাণের ভিত্তিতে দুদক দায়ীদের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  (Visited 13 times, 1 visits today)

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *

  *