
গত কয়েক বছর ধরে তিনি নিজের গানগুলোকে একটু ভিন্নভাবে উপস্থাপন করছেন। তার সর্বশেষ বেশ কয়েকটা গানে তিনি নিজেই অভিনয় করেছেন। বলাই বাহুল্য, যেকোনো পেশাদার অভিনেতার চেয়ে কোনো অংশে কম নন আসিফ। আর এই সুযোগটাকেই কাজে লাগালেন তরুণ নির্মাতা সৈকত নাসির। আসিফকে নিয়েই সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন।
সিনেমার নাম ‘ভিআইপি’। এতে নায়কের ভূমিকায় দেখা যাবে আসিফ আকবরকে। আর চমকপ্রদ ব্যাপার হচ্ছে, সিনেমাটিতে আসিফের নায়িকা হিসেবে থাকছেন হালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহি।
এরই মধ্যে ‘ভিআইপি’ সিনেমার একটি প্রতীকী পোস্টার ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এটা দেখেই মূলত শোবিজ পাড়ায় তুমুল আলোচনা তৈরি হয়। সিনেমায় আসিফ, তাহলে তার নায়িকা কে? এমন প্রশ্ন ঘুরপাক খেতে থাকে চারদিকে। অবশেষে জানা যায়, মাহিয়া মাহি হচ্ছেন সেই নায়িকা।
নির্মাতা সৈকত নাসির জানিয়েছেন, সিনেমাটি মূলত ওয়েব ফিল্ম হিসেবে নির্মিত হবে। তবে তার ইচ্ছা এটিকে সিনেমা হলেও মুক্তি দেয়ার। ‘ভিআইপি’ সিনেমাটি অ্যাকশন ও থ্রিলারধর্মী। এর গল্প ও চিত্রনাট্য লিখছেন যৌথভাবে আসাদ জামান ও সৈকত নাসির। আগামী কোরবানির ঈদের পরপরই সিনেমাটির শুটিং শুরু হবে।