Templates by BIGtheme NET
শিরোনামঃ
Home / সারাবাংলা / চট্টগ্রাম / সাতকানিয়ায় জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে নিহত ৯ ।। সংবাদ প্রতিদিন বিডি

সাতকানিয়ায় জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে নিহত ৯ ।। সংবাদ প্রতিদিন বিডি

 • ১৪-০৫-২০১৮
 • 00চট্টগ্রাম প্রতিনিধিঃ  চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জাকাতের কাপড় ও ইফতার সামগ্রী বিতরণের সময় পদদলিত হয়ে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৭ জন নারী বলে জানা গেছে।

  উপজেলার নলুয়া ইউনিয়নের একটি বাড়িতে আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

  বাড়িটি চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি ও কবির স্টিল গ্রুপের মালিক মো. শাহজাহানের।

  চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভূঁইয়া ঘটনাস্থল থেকে  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘৩০-৪০ হাজার মানুষ ইফতার সামগ্রী নিতে ওই বাড়িতে ভিড় করে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও কক্সবাজার জেলা থেকে লোকজন সেখানে আসে।

  এদিকে অব্যবস্থাপনা ও অত্যাধিক ভীড়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

  (Visited 14 times, 1 visits today)

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *

  *