স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের কাছে হেরে তৃতীয় হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার লাল-সবুজের দল ১১-২৭ গোলে স্বাগতিক ভারতের কাছে হেরে যায়। বিজয়ী দল প্রথমার্ধে ১২-১ গোলে এগিয়ে ছিল। ভারতের বিপক্ষে বাংলাদেশের রুবিনা ৪টি, সুমি ৩টি ও শিল্পী ২টি করে গোল করেন।
এর আগে বাংলাদেশ উদ্বোধনী দিনে ৪৪-৩ গোলে হারিয়েছিল ভুটানকে। ৩৫-৯ গোলে আফগানিস্তানকে পরাজিত করে। নেপালের কাছে অবশ্য ১৭-২৬ গোলে হেরে যায়।
ভারতে দক্ষিণ এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে পাঁচটি দল অংশগ্রহণ করে। স্বাগতিক ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের চার ম্যাচে দুটি জয় ও দুটি ম্যাচে হেরেছে।