সংবাদ প্রতিদিন বিডি প্রতিবেদকঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিএমসি কামাল লিমিটেড আগামীকাল বুধবার থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। সূত্র: ডিএসই।
সূত্র মতে, আগামী ১৭ ডিসেম্বর, রোববার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১৩ ও ১৪ ডিসেম্বর স্পট মার্কেটে হবে এ কোম্পানির শেয়ার লেনদেন। এসময় ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৭ ডিসেম্বর, রোববার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
কোম্পানিটি, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯২ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৯ টাকা ২ পয়সায়।
দীর্ঘমেয়াদে সিএমসি কামালের ঋণমান ‘এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং হালনাগাদ-সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে সম্প্রতি এ প্রত্যয়ন করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
ডিএসইতে সর্বশেষ ২৭ টাকা ২ পয়সায় সিএমসি কামাল টেক্সটাইলের শেয়ার হাতবদল হয়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ১৭ টাকা ২০ পয়সা ও সর্বোচ্চ ৩০ টাকা ১০ পয়সা।