এদিন প্রতীবাদকারীরা আমেরিকা ও ইসরায়েলের পতাকার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ ও তার পুত্র ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছবি ভেঙে তফনছ করে ক্ষুব্ধ ফিলিস্তিনিরা।
পিএফএলপি নেতা জামিল মাজহার বলেন, জেরুজালেম আল-কুদস ফিলিস্তিনের চিরস্থায়ী রাজধানী। এর এক ইঞ্চি পরিমাণ পরাজয়ও আমরা মেনে নেবো না!
বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের দোসর এবং শক্তিশালী মিত্র হিসেবে তিনি সৌদি আরবের কড়া সমালোচনা করেন। এ সংক্রান্ত প্ল্যাকার্ডও দেখা যায় তাদের কর্মীদের হাতে। এতে লেখা ছিলো ‘ছিঃ ছিঃ আল-সৌদ’!
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে পরিচিত ইসরায়েলের মুসলিমবিদ্বেষী আচরণ ও মানবতাবিরোধী পদক্ষেপে নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। এমনকি মার্কিন মদদপুষ্ট আল-সৌদ বংশের বর্তমান বাদশা ও ক্রাউন প্রিন্সের মুসলমানিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। সূত্র: এএফপি, প্রেস টিভি