সংবাদ প্রতিদিন বিডি

সংবাদ প্রতিদিন বিডি

সাগরে ইলিশ, জেলে পল্লীতে খুশির ঝিলিক

1 min read

সরকারি নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে ঝাপিয়ে পড়েছেন মৎস্যজীবীরা। ফলে আবার সরগরম হয়ে উঠেছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ও জেলে পল্লী। এখন সাগরে পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এছাড়া নানা প্রজাতির মাছও আসছে। এতে মৎস্য অবতরণ কেন্দ্র এবং জেলেপল্লীতে যেন রূপালি ইলিশ খিলখিলিয়ে হেসে উঠছে। দীর্ঘ দিনের নিরবতা কাটিয়ে উৎসবের আমেজ বিরাজ করছে জেলে, ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে।

রবিবার (২৪ জুলাই) সকালে কক্সবাজার ফিশারী ঘাট এলাকায় গিয়ে দেখা গেছে ট্রলারভর্তি করে মাছ নিয়ে ফিরছেন জেলেরা। আবদুুল গফুর নামের এক জেলে জানান, সাগরে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে। এতে তারা অনেক খুশি।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী আবু বলেন, সাগরে প্রচুর মাছ ধরা পড়ছে। আশানুরুপ মাছ পেয়ে আমরা বেশ খুশি। আশা করি কয়েকদিনের আরো বেশি পরিমাণ মাছ ধরা পড়বে। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের মার্কেটিং অফিসার মো. ছিদ্দিকুর রহমান বলেন, মাছের সরবরাহ আরো বাড়বে, রাজস্ব আদায়ও বেশি হবে।

জানা গেছে, ২২ মে থেকে নিষেধাজ্ঞার ফলে সমুদ্রে মাছ শিকারে যেতে পারেননি জেলেরা। মৎস্য অধিদপ্তরের এক আদেশে সামুদ্রিক মাছের প্রজনন সময় বিবেচনায় নিষিদ্ধ করা হয়েছিল মাছ ধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *