Templates by BIGtheme NET
শিরোনামঃ
Home / জাতীয় / চট্টগ্রামে শিশুর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামে শিশুর রহস্যজনক মৃত্যু

 • ১৮-০৩-২০১৬
 • chitt_25495

   

  চট্টগ্রাম ব্যুরো:
  চট্টগ্রামে মাহিমা আক্তার (৬) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়ছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনীতে এ ঘটনা ঘটে।
  প্রতিদিনের মত স্বাভাবিক ভাবেই মায়ের কোলে ঘুমিয়েছিলো ছোট্ট শিশু মাহিমা। কিন্তু সকালে আর ঘুম থেকে তার মা তাকে ডাকাডাকি করলে আর সাড়া দেয়নি সে।
  রিতার এমন চলে যাওয়াকে স্বাভাবিক বলে মনে করছে না পুলিশ ও তার পরিবারের সদস্যরা। ছোট্ট শিশুটির রহস্যজনক মৃত্যুতে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
  খুলশী থানার এএসআই  মাসুম রানা বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু ফাহিমা বৃহস্পতিবার রাতে মায়ের সাথে ঘুমিয়েছিলো। সকালে তার মা আফরোজা ঘুম থেকে জাগাতে গেলে শিশুটিকে মৃত অবস্থায় পায়। নিহত মাহিমার বাবা মামুন আমাদের জানিয়েছেন রাতে সুস্থ অবস্থায় ঘুমিয়েছিলো সে। এছাড়া তার তেমন কোনো রোগ ছিলো না।
  ঘটনাটি রহস্যজনক হওয়ায় শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
  (Visited 14 times, 1 visits today)

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *

  *