সংবাদ প্রতিদিন বিডি

সংবাদ প্রতিদিন বিডি

কোহলি-গেইলের রেকর্ড ভাঙলেন বাবর-রিজওয়ান

1 min read

ভারতের অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ৭০টি সেঞ্চুরি হাঁকিয়ে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরি ছাড়িয়ে যাওয়ার পথেই আছেন কোহলি।

এরই মাঝে ভারতীয় এই তারকা ক্রিকেটারের একটি রেকর্ড ভেঙে দিলেন পাকিস্তান অধিনায়ক। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে হাজার রান করতে ৩০টি ইনিংস লেগেছিল কোহলির। শুক্রবার ২৬তম ইনিংসেই হাজার রানের মাইলফলক টপকে গেলেন বাবর।

অধিনায়ক হিসেবে হাজার রানের তালিকায় রয়েছেন ফাফ ডু প্লেসি, অ্যারন ফিঞ্চ, কেন উইলিয়ামসনরা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে ৩১ ম্যাচে হাজার রান করেন ডু প্লেসি। ৩২ ম্যাচে করেন অ্যারন ফিঞ্চ। নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন ৩৬ ইনিংস খেলে হাজার রান করেন।

এদিকে এক বছরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন পাকিস্তানের আরেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *