সংবাদ প্রতিদিন বিডি

সংবাদ প্রতিদিন বিডি

দেশের ব্যাংক সেক্টর ভালো অবস্থানে আছে: ​অর্থমন্ত্রী

1 min read

দেশের সরকারি-বেসরকারি সব ব্যাংক ভালো অবস্থানে আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, দেশের ব্যাংক সেক্টর একটি ভালো অবস্থানে আসছে। আগে সরকারি ব্যাংকগুলো সরকার থেকে টাকা নিয়ে রিফাইন্যান্সিং করে চলতাে। গত দু-তিন বছর থেকে কাজটি আর নেই, পরিবর্তন হয়েছে। এখন রিফান্ডিং করার কোনো ব্যবস্থা নেই। সরকারি ব্যাংকগুলোকে সুস্পষ্টভাবে আমরা বলে দিয়েছি আপনাদের অর্থ অর্জন করতে হবে। আয় করতে হবে, আয় করে ব্যয় করতে হবে। সেটি তারা করে যাচ্ছে। সুতরাং সরকারি ব্যাংক ও বেসরকারি ব্যাংক সবাই একটু ভালো অবস্থানে আছে।https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-5450504941871955&output=html&h=280&adk=2321570574&adf=2991542305&pi=t.aa~a.1029901795~i.2~rp.4&w=730&fwrn=4&fwrnh=100&lmt=1629374194&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=5251334678&psa=1&ad_type=text_image&format=730×280&url=http%3A%2F%2Fwww.bbarta24.net%2Ffinance-and-trade%2F155163&flash=0&fwr=0&pra=3&rh=183&rw=730&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&dt=1629374194109&bpp=6&bdt=2769&idt=-M&shv=r20210812&mjsv=m202108100101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D1a61b0fa4bf53c25-2205ab1c84ca0074%3AT%3D1627051869%3ART%3D1627051869%3AS%3DALNI_MaPoGWKCNbzatu4nfkQNXPjyem-hg&prev_fmts=728×90%2C1200x280%2C0x0&nras=3&correlator=7348015684793&frm=20&pv=1&ga_vid=979287663.1629292051&ga_sid=1629374193&ga_hid=1993879152&ga_fc=0&u_tz=360&u_his=5&u_java=0&u_h=864&u_w=1536&u_ah=824&u_aw=1536&u_cd=24&u_nplug=3&u_nmime=4&adx=324&ady=1498&biw=1519&bih=722&scr_x=0&scr_y=6&eid=44747620%2C182984000%2C182984200%2C20211866%2C31062178%2C31062297&oid=3&pvsid=3668226243141553&pem=871&ref=http%3A%2F%2Fwww.bbarta24.net%2Ffinance-and-trade&eae=0&fc=384&brdim=0%2C0%2C0%2C0%2C1536%2C0%2C1536%2C824%2C1536%2C722&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=23&ifi=4&uci=a!4&btvi=2&fsb=1&xpc=Awmmn9ASnM&p=http%3A//www.bbarta24.net&dtd=81

বৃহস্পতিবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে মন্ত্রী এ সব কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, আপনারা জানেন প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো আগে কী অবস্থা ছিল? এ বছর তাদের ব্যালেন্স শিট দেখলে খুব হেলদি ব্যালেন্সশিট দেখতে পাবেন। মোস্ট লার্জলি, বেশির ভাগ ব্যাংকেরই ব্যালেন্সশিট ভালো। প্রফিট না থাকলে তো ডিভিডেন্ট দিতে পারবে না। আগে আপনারা সবসময় বলতেন যে ব্যাংকগুলো ডিভিডেন্ট দেয় না। নানাভাবে তারা ডিভিডেন্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন।

তিনি বলেন, আমাদের দেশের মতো ইনফ্লেশন রেট খুব কম দেশে পাওয়া যাবে। বিশ্বের কোথাও কোনো ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট পাওয়া যায় না বরং টাকা রাখলে ইন্টারেস্ট দিতে হয়। এজন্য এটা আমাদের দেশের লোকজন যারা বিদেশে আছেন তারা অফিসিয়াল ব্যবসা করলে বিদেশে টাকা রেখে কিছু পান না। তাদের টাকাও এখন দেশে নিয়ে আসেন। দেশে টাকা এনে বিনিয়োগ করে তারা লাভবান হতে পারেন।

তিনি আরো বলেন, সার্বিক বিষয়ে বিবেচনায় রেখে আমাদের ইন্টারেস্ট রেটটা সারা বিশ্বের সবার চাইতে বেশি। প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে এটি বলেছেন। আমি মনে করি এটা বাস্তবধর্মী হওয়া উচিত সেটি হয়েছে। ব্যাংকগুলোর যে অ্যাপ্রিহেনশন ছিল ক্ষয়ক্ষতি বাড়বে, আর্থিক অবস্থা ভালো থাকবে না, তাদের আয় কমে যাবে, ব্যয় বেড়ে যাবে ইত্যাদি। এগুলো বাস্তবে পাবেন না। ২০-২২ শতাংশ ইন্টারেস্ট দিয়ে কী হবে যদি আপনি না পান। এখানে রাইটাপের পরিমাণ কম। আমি মনে করি আগে একটা বিষয় ছিল যারা ব্যবসা করতেন তারা শিল্প-কারখানা করতে ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *