Templates by BIGtheme NET
শিরোনামঃ
Home / জাতীয় / সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ নিহত ৯

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ নিহত ৯

 • ০৫-০৭-২০১৬
 • kl;
  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় লেগুনা খাদে পড়ে একই পরিবারের পাঁচজনসহ ৯ জন নিহত হয়েছেন।

  এ ঘটনায় গুরুত্বর আহত ১২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  মঙ্গলবার সকালে ময়মনসিংহের শহরতলী বেলতলি নামকস্থানে এ ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করেছে।

  নিহতরা হলেন- ফুলপুর উপজেলার মোকামিয়া গ্রামের মিরাজ আলীর ছেলে খোকন (৩২) ও তার স্ত্রী শামসুন্নাহার (৩০), নাতি সুরুজ আলীর ছেলে আজিজুল ইসলাম (১৫) ও নাতনি আফরোজা (১৯) এবং তার স্বামী (জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আব্দুল লতিফের ছেলে) সাগর (২৫)। একই গ্রামের হারেজ আলীর পুত্র মোবারক হোসেন (৩২) ও তার স্ত্রী মিরানা (২৫)। হালুয়াঘাট উপজেলার বাউশি গ্রামের আব্দুর রউফের ছেলে শাহাদত (১৯)। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

  স্বজন হারানোর বেদনায় কাতর পুরো এলাকা।

  হতাহতরা সকলেই গার্মেন্টস কর্মী ও লেগুনার যাত্রী বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

  এরা ঈদের ছুটিতে ভোরে গাজীপুর চৌরাস্তা থেকে লেগুনাযোগে বাড়ির উদ্দেশ্যে ফুলপুর আসছিল।

  কোতোয়ালী মডেল থানার এসআই নিরুপম দে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা টাউন সার্ভিসের দ্রুতগতির একটি বাস সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ সদর উপজেলার বেলতলি নামকস্থানে অতিরিক্ত যাত্রী বোঝাই লেগুনাকে ধাক্কা দেয়।

  এতে দিলে লেগুনাটি মহাসড়কের পাশে খাদে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থল পৌঁছে ৫ জনকে মৃত এবং ১৭ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান।

  হাসপাতালে ভর্তি মো. সাঈম ও সাদ্দাম হোসেনসহ কয়েকজন যাত্রী জানায়, লেগুনার চালক ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিল। এসময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

  তারা জানায়, লেগুনাটি বেপরোয়া গতিতে চলছিল।

  ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক নাজমুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পাঁচ জনকে মৃত ও ১৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরও চারজন মারা গেছেন।

  মোকামিয়া গ্রামের মিরাজ আলীর পরিবারের সাত সদস্যকে হারিয়ে পাগলপ্রায় স্বজনরা। চলছে শোকের মাতম। স্বজনদের মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে আসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

  (Visited 8 times, 1 visits today)

  আরও সংবাদ

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *

  *