Templates by BIGtheme NET
শিরোনামঃ
Home / সর্বশেষ / স্কুল ছাত্রীকে ইভটিজিং করে উড়না ধরে টান দেওয়াই যুবককে গণধোলাই

স্কুল ছাত্রীকে ইভটিজিং করে উড়না ধরে টান দেওয়াই যুবককে গণধোলাই

 • ১৩-০৬-২০১৬
 • goyyআলমডাঙ্গা,চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  সোমবার সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সুভাষ নামের এক বখাটে তার উড়না ধরে টান দেয়।ঘটনা স্থলে স্থানীয় লোকজন সুভাষকে গণধোলাই শেষে থানা পুলিশের হাতে তুলে দেয়। জানাগেছে, আলমডাঙ্গা শহরের নিকটবর্তী পার আলমডাঙ্গা গ্রামের মৃত ছিদাম কুমার বিশ্বাসের ছেলে
  সুভাষ(৩৫) দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা শহরের বিভিন্ন ওলিতে গলিতে মেয়েদের সাথে খারাব আচরণ করতো।ইতোপূর্বে সুভাষ তার নিজ গ্রামে ইভটিজিং করায় গ্রামের লোকজন তাকে মারধর করে ছেড়ে দেন। সোমবার সকালে আলমডাঙ্গা বালিকা বিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সুবাষ মেয়েটাকে ইভটিজিং করে ও উড়না ধরে টান দেয়। এসময় মেয়েটা তার প্রতিবাদ করলে আশপাশ থেকে মহল্লা বাসী ছুটে এসে সুভাষকে গণধোলাই শেষে পুলিশের হাতে তুলে দেয়।

  (Visited 1 times, 1 visits today)

  আরও সংবাদ

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *

  *