Templates by BIGtheme NET
শিরোনামঃ
Home / প্রচ্ছদ / ঈদকে সামনে রেখে দু’একদিনের মধ্যেই বেতন-বোনাস চায় শ্রমিকরা

ঈদকে সামনে রেখে দু’একদিনের মধ্যেই বেতন-বোনাস চায় শ্রমিকরা

 • ৩০-০৬-২০১৬
 • hjjhj

  ঢাকা : শ্রম মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডা‌রেশ‌নের নেতারা। তারা বলছেন, ঈদকে সামনে রেখে দু’একদিনের মধ্যেই গার্মেন্টসসহ সকল শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে যাবে শ্রমিকরা।

  বৃহস্প‌তিবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের আয়োজনে লাল পতাকা মি‌ছিল ও প্রতিবাদ সমা‌বেশ থে‌কে এ দাবি জানানো হয়।

  সংগঠ‌নের সভাপ‌তি আমিরুল আমিন বলেন, ‘প্রতিবছর কিছু গার্মেন্টস মা‌লিক ঈদের আগে শ্রমিক‌দের বেতন ও বোনাস নি‌য়ে তালবাহানা শুরু ক‌রেন। ফ‌লে শ্রমিকরা ঈদের প্রাক্কালে অনিশ্চয়তার ম‌ধ্যে পড়েন।’

  তিনি বলেন, ‘এ বছর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গার্মেন্টস মা‌লিক‌দের ২০ রমজা‌নের ম‌ধ্যে বেতন ও বোনাস প‌রি‌শো‌ধের নি‌র্দেশ দি‌য়ে‌ছিল। অথচ অর্ধে‌কের বে‌শি গার্মেন্টস মা‌লিক এখন পর্যন্ত শ্রমিক‌দের বেতন-বোনাসের একটিও প‌রি‌শোধ ক‌রে‌নি। এই নি‌র্দেশ অমান্যকারী‌দের বিরু‌দ্ধে ক‌ঠোর শা‌স্তিমূলক ব্যবস্থা নেয়ার দা‌বি জানাচ্ছি।’

  আমিরুল আমিন বলেন, ‘গা‌র্মেন্টস মা‌লিকরা হংকং, সিঙ্গাপুর, ব্যাংককে ঈদ শ‌পিং আর আমোদ-প্রমোদে লিপ্ত থাক‌বে। এদিকে শতকারা ৮১ ভাগ রপ্তা‌নি আয় উপার্জনকারী শ্রমিকরা টাকার অভা‌বে ঈদ কর‌তে পার‌বে না। এটা মে‌নে নেয়া যায় না।’

  মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডা‌রেশ‌নের সাধারণ সম্পাদক শা‌ফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা ফারুক খান, আরিফা আক্তার, কামরুল হাসান, মো. র‌ফিক ও আলমগীর হো‌সেন প্রমুখ।

  (Visited 1 times, 1 visits today)

  আরও সংবাদ

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *

  *